October 19, 2020 By Easin 0

কক্সবাজার প্রধান সড়ক মেরামতে প্রধান বাধাঁ

কক্সবাজার শহরের প্রধান সড়কটা মাত্র ৫০ ফুট চওড়া হবে।
সেটাও করতে দিতে চাইছে না দু’পাশের স্থাপনা মালিকেরা।
শহরবাসী,রাস্তাটা হচ্ছে আপনার জন্য। আপনার পরবর্তী প্রজন্মের জন্য।
হাত-পা গুটিয়ে ঘরে বসে থাকবেন?
কউকের পাশে এসে দাঁড়াবেন না?
তাহলে যানজট আর অব্যবস্থার কথা বলে হা-হুতাশ কেনো করেন????
প্রধান সড়ক প্রশস্তকরণ ঠেকাতে জোট পাঁকানো হচ্ছে।
অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে।
আপনি আমি চুপ করে তামাশা দেখার চেষ্টা করলে,নিজেরাই তামাশার স্বীকার হবো।
প্লিজ, এই অভাগা কক্সবাজার শহরটা বাঁচাতে রাস্তায় এসে কউকের পাশে দাঁড়ান।
রাস্তাটা বড় করা না গেলে আজীবন অভিশাপ সহ্য করতে হবে।
দয়া করে সোচ্চার হোন।