October 2, 2020 By Easin 0

ই-কমার্স ব্যাবসার চ্যালেন্জ সমাচার

e-commerce business

ই-কমার্স স্বল্পপুজির কোন ধারনা না। অনেকেই ফেইসবুক কমার্স করে সাময়িক জনপ্রিয়তা পাচ্ছে কিন্তু নিজের প্রতিষ্ঠানকে ফেইসবুকের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারছে না। চোখের সামনে অনেককেই লাখ লাখ ফলোয়ার নিয়ে হারিয়ে যেতে দেখেছি। এতে করে ফেইসবুকের ব্যবসা হচ্ছে, আমাদের উদ্যোক্তারা আয়ের ৬/১ ভাগ তুলে দিচ্ছেন ফেইসবুকের হাতে, ক্রমাগত বোষ্ট না করলে সেল ড্রপ! এটাই তার বড় প্রমান। সো বি কেয়ারফুল এখনি ফেইসবুকের ও বিকল্প ভাবুন নতুবা ধীরে ধীরে আপনার অপারেশন ব্যয় বাড়বে, আপ্নি ফেইসবুক নির্ভরতায় একসময় লিকুয়িড মানির সংকটে পড়বেন।

অনেক বিনিয়োগ পেয়েও ক্লাসিফাইড

সেলবাজার, ওলএক্স, এখানেই ডট কম হারিয়ে গেছে। বিক্র‍য় ডট কম কাংখিত জায়গায় যেতে পারেনি দেশীয় মার্কেট প্লেস আজকের ডিল সহ অন্য যারা আছে উল্লেখ করার মত কোন পর্যায়ে নেই বিদেশী দারাজ, আলীবাবা কে সুযোগ করে দেওয়া হয়েছে দেশীয়দের বিপরীতে।

এটা এমন একটা ক্ষেত্র যেখানে অসম্ভব পরিশ্রম, অমানসিক চাপ, ও আর্থিক যথেষ্ট সাপোর্ট, যথেষ্ট কারিগরি জ্ঞান না থাকলে টিকে থাকা একেবারেই সম্ভব না। আপনাকে ধরে নিতে হবে রাষ্ট্র, ব্যাংক কেউ আপ্নার পাশে থাকবে না। ধরে নিতে হবে প্রচন্ড আর্থিক কষ্টে কাতরাতে হবে, দৈনিক ১৮ ঘন্টা একটিভ থাকতে হবে কোন সাপ্তাহিক ছুটি ছাড়াই।

বড় বড় বক্তা, মন্ত্রী, আমলা, কিংবা ট্রেড লিডারদের মোটিবেশন যতই শুনেন ভালো লাগবে কিন্তু দিন শেষে আপনি একা – যুদ্ধটা আপনার একার। এখানে যারা ক্ষুদ্র এমিবার মত টিকে আছি, আমরা জানি এটা কত কষ্টের, কত যন্ত্রনার, কতটা নির্মম এই পথ চলা। আমরা একটা চক্রের আবর্তে জড়িয়ে গেছি টিকে আছি কেননা আমাদের ফিরার পথ নেই। তাই উদ্যোক্তাদের বলি, ভার্চুয়াল এই জগতের মোহে নিজেকে ভাসাবার আগে অন্তত ১০০ বার ভাবুন, একটানা অন্তত ৫ বছর টিকে থাকার রসদ, জ্ঞান, ধৈর্য্য, পরিশ্রম, প্রচন্ড মানসিক চাপ নেয়ার সক্ষমতা আপনার আছে কিনা।
আর যদি থাকে তাহলেই –

এমন চেলেঞ্জ নিন, আপনাকে ই-কমার্স জগতে স্বাগতম।

সি,ই,ও
বিবাহবিডি ডট কম (২০০৭-২০২০)